Top

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফ্ট বন্ধ হয়ে রোগির মৃত্যু

১২ মে, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফ্ট বন্ধ হয়ে রোগির মৃত্যু
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফ্ট বন্ধ হয়ে মমতাজ বেগম (৫৩) নামে একজন রোগী মারা গেছে। সে কাপাসিয়া উপজেলার বারিগাঁও গ্রামের শারফুদ্দিমের মেয়ে। রবিবার (১২ মে) বেলা ১১ টায় এ ঘটনা ঘটে। এঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে লিফট আটকে যাওয়ার ও রোগীর মৃত্যুর কারণ অনুসন্ধান করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে।

হাসপাতালের আবাসিক সার্জন ডা: কামরুল ইসলাম আরো বলেন, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে মমতাজের হার্ট অ্যাটাক হয়েছিল। তিনি রবিবার (১২ মে) সকাল সাড়ে ৬টার দিকে ওই অবস্থায় তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে আসলে তাকে ১১তলার মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তার শারিরীক পরীক্ষা-নিরিক্ষার পর হার্ট অ্যাটাকের বিষয়টি ধরা পড়ে। তার অবস্থা গুরুতর হওয়ায় সকাল সাড়ে ১০ টার দিকে রোগীকে হাসপাতালের চতুর্থ তলায় কার্ডিওলজি বিভাগের সিসিইউতে রেফার্ড করা হয়। পরে তাকে ওয়ার্ড থেকে সিসিইউতে নেওয়ার জন্য লিফটে তোলা হলে অজ্ঞাত কারণে লিফ্ট বন্ধ হয়ে যায়। লিফ্টে প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর লিফট থেকে তাকে হলে তাকে মৃত উদ্ধার করা হয়।

মারা যাওয়া রোগীর স্বামী অভিযোগ করেন, লিফট নামার সময় আমি লিফটের বাইরে ছিলাম। লিফট আটকে গেলে সাথে সাথে আমি একবার তিন তলায় (প্রশাসনিক ভবন), একবার পাঁচ তলায়, একবার সাত তলায় কর্মকর্তার নিকট দৌড়াদৌড়ি করি রোগীকে উদ্ধার করার জন্য। তাদের কাছে আবেদন-নিবেদন করলেও তারা আমার আবেদনে সাড়া দেন নাই। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে দ্রæত উদ্ধার করে চিকিৎসা দিলে আমার স্ত্রী হয়তো বেঁচে যেতে পারত। হাসপাতালের অব্যবস্থাপনাকে দায়ী করে তিনি এ ঘটনার জন্য সঠিক তদন্ত করে বিচার দাবী করেন।

রোগীর মেয়ে শারমিন বলেন, আমি মা’র সাথে লিফটে ছিলাম। ৯ তলার মাঝামাঝি উঠলে লিফটে আকস্মিক বন্ধ হয়ে যায়। মায়ের সাথে থাকা মামা, ভাইসহ আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল। এসময় আমরা প্রত্যেকে লিফটম্যানকে ফোন দিলে তারা গাফিলতি করে এবং আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। বাধ্য হয়ে অমার ৯৯৯ ফোন দেই। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। লিফটম্যানদের গাফিলতির কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে।

রোগির মামা শাহদাত হোসেন সেলিম বলেন, আমি রোগি নিয়ে লিফটের ১১ তলা থেকে ৪র্থ তলায় আসার পথে লিফ্ট আকস্মিক বন্ধ হয়ে যায়। এতে ৪৫ মিনিট লিফ্টের ভিতরে রোগি নিয়ে আটকে পড়ি। পরে হাসপাতালের লোকজন লিফ্ট ফাঁকা করে আমাদের বের করে। বের হওয়ার আগেই আমাদের রোগি মারা গেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাসনিন জাহান বলেন, লিফ্টের ভিতরে একজন রোগি মারা গেছেন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত (উপ-পরিচালক) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি দু:খজনক। চিকিৎসার অভাবে রোগী মারা যায়নি। লিফটের যান্ত্রিক ত্রæটির কারণে রোগী আটকে গিয়ে মারা গেছে। এ ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩দিনের মধ্যে লিফট আটকে যাওয়া ও রোগী মৃত্যুর কারণ উদঘাটন করে প্রতিবেতদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী জিল্লুর রহমান (৭০) হাসপাতালের ১২তলা থেকে পড়ে গিয়ে মারা যায়। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামের কাসেম আলীর ছেলে।

ওইদিন দিবাগত রাত পৌনে ১১টার দিকে হাসপাতালের ১২তলায় মেডিসিন বিভাগের পাশের বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই লিফটে আটকে রোগী মৃত্যুর ঘটনা ঘটলো। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে এবং হাসপাতালের অব্যবস্থানাকে দায়ী কওে ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।

এসকে

শেয়ার