Top

মানিকগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১৮ মে, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
মানিকগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাকা বিতরণ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে অপপ্রচার করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৭ ঘটিকায় ঘিওর উপজেলার নালী ইউনিয়নের বাঠইমুড়ি এলাকাতে এই ঘটনা ঘটে।

এলাকাবাসীর তথ্য সূত্রে জানা যায়, আসন্ন ঘিওর উপজেলা নির্বাচনে ব্যাটারি প্রতীকে চেয়ারম্যান প্রার্থী খন্দকার লিয়াকত হোসেন নির্বাচনের প্রচারণায় ঘিওর থানাধীন বাঠইমুড়ি এলাকায় ভোটারদের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ এর সময় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান জানু (দর্জি) এর বিরুদ্ধে অপপ্রচার এবং বিদ্বেষ মূলক কথা বলেন।

এরপর ভোটারের বাড়ি গিয়ে টাকা বিতরণের সময় এলাকাবাসী বাধা দিলে তাদের মারধর করে পালিয়ে যায় খন্দকার লিয়াকত হোসেন।

এ সময় একজন মুঠোফোনে ভিডিও ধারণ করলে তার মোবাইলটি কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেয়। পরবর্তীতে লিটন নামে একজনকে আঘাত করে পালিয়ে যায় ।

বাঠইমুড়ী এলাকার লিটন বলেন , আমি বাজারে বসেছিলাম তারপর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম, মিয়াপাড়া এক বাড়িতে টাকা দেওয়ার জন্য ঢুকেছে। আমি সেখানে যাওয়ার পর দেখি কেচি গেট লাগানো। তারপর দেখলাম সে টাকা বের করছে। আমার সাথে থাকা ছেলে সেই টাকার লেনদেনের দৃশ্য ভিডিও করলে তৎক্ষণাৎ তারা বাইরে এসে, মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে। অতঃপর আমাকে ধাক্কা ও আঘাত করে বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায়।

মো. রাব্বি মিয়া নামের এক ব্যক্তি বলেন, টাকা লেনদেনের সময় আমি ব্যাটারী প্রতীকের প্রার্থীকে জিজ্ঞেস করলাম, আপনি টাকা লেনদেন কেন করছেন? তখন সে আমাকে হুমকি দেয়। আমার হাতের প্রতিটা আঙুল সে কেটে নিয়ে যাবে। তার এই কার্যক্রম তো আচরণবিধি লঙ্ঘন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, বাজারে এসে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামে আজেবাজে কথা ও বিভিন্ন প্রকার কুৎসা রটায়। এইগুলা কেমন কথা ভাই বলেন তো? আমরা তো জানি নির্বাচনের সময় একজন প্রার্থী অন্য প্রার্থীর নামে কটুক্তি করতে পারবে না।

তবে এ বিষয়ে ব্যাটারি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খন্দকার লিয়াকত হোসেন বলেন, এ বিষয়টা সম্পূর্ণরূপে মিথ্যা। উল্টা আমাকে হয়রানি করা হয়েছে।

এ ব্যাপারে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি,তারা সম্পর্কে আত্মীয় হন । বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এসকে

শেয়ার