Top
সর্বশেষ

শ্রীপুরে শিক্ষককে ৩ দিনের জেল

২১ মে, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ
শ্রীপুরে শিক্ষককে ৩ দিনের জেল
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১০ টায় গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ার চেষ্টা এবং ওপেন প্রচারণার অভিযোগে এক শিক্ষকে ৩ দিনের জেল দিয়েছেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু।

দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান খান (৪৪) গোসিংগা গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। সে উপজেলার রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক শেখ জানান, বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্গনের দায়ে তাকে এ দণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেয়।

তিনি আরো জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৬৫ জন। মোট বুথ ৮ টি। এ কেন্দ্রে সকাল ১০ পর্যন্ত ১২০ টি ভোট কাস্টিং হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬জন । এর মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৬ জন। মোট ভোট কেন্দ্রে ১৪৮ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯৮৪ টি।

শ্রীপুর উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, চেয়ারম্যান প্রার্থী তিন জন। পুরুষ ভাইস চেয়ারম্যান ৯ জন। মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন প্রতিদ্বন্দিতা করছেন ।

এসকে

শেয়ার