Top

শ্রীপুরে ভোটে বাধা ও জাল ভোট প্রদানের অভিযোগে ৬ জনের কারাদণ্ড

২১ মে, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
শ্রীপুরে ভোটে বাধা ও জাল ভোট প্রদানের অভিযোগে ৬ জনের কারাদণ্ড
গাজীপুর প্রতিনিধি :

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচন চলাকালে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভোটদানে বাধা প্রদান, জাল ভোট প্রদানসহ বিভিন্ন অভিযোগে তাদের ওই দণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (২১ মে) গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (মিডিয়া সেলের দায়িত্বে থাকা) হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠিত

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান জানান, ১০টার দিকে গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ার চেষ্টা এবং প্রচারণার অভিযোগে এক শিক্ষকে ৩ দিনের জেল দিয়েছেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু। সে শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামের ফাইজুদ্দিনের ছেলে এবং রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান খানকে (৪৪)।

দুপুরে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারসহ ভোটারদের বাধা প্রদান করার অভিযোগে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় শ্রীপুর পৌরসভা উত্তরপাড়া এলাকার দুই যুবক আকতার হোসেন ও শফিউল বাশার মেরাজকে ৭দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

প্রায় একই সময়ে পৌরসভার গিলারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়া অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ভোলা সদরের চরসামাইন গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে শাহিনকে (২৪) ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।

আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে বরমী ইউনিয়নের চরবহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র হতে শ্রীপুর উপজেলার দূর্লভপুর এলাকার বাসিন্দা ফজলুকে (৪০) ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান।

এছাড়া শ্রীপুরের বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর সমর্থক দক্ষিণ ভাংনাহাটি এলাকার খালেকের ছেলে রাজিনকে (১৮) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এসকে

শেয়ার