Top

ফরিদপুরে বাবার ধর্ষণে মা হলেন মেয়ে

২১ মে, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
ফরিদপুরে বাবার ধর্ষণে মা হলেন মেয়ে
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সদর উপজেলার খলিলপুর গুচ্ছগ্রামে নিজের মেয়েকে উপর্যুপরি ধর্ষণের পর মেয়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছে সন্তান। এ ঘটনায় নাসির শেখ (৫০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) মেয়ের মা আলেয়া বেগম এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।

পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, কিশোরীর মা স্থানীয় একটি জুট মিলে কাজ করেন। সেখানে মাঝে মাঝেই তাকে রাত্রিকালীন কাজ করতে হয়। ওই সময়ে বাড়িতে ২ মেয়ে ও বাবা থাকতো। এক কক্ষে দুই মেয়ে অপর কক্ষে বাবা।

গত বছরের ১৫ মে যথারীতি সকলে ঘুমিয়ে পড়লে ওই কিশোরী কন্যাকে ডেকে নিজ কক্ষে নিয়ে যায় বাবা নাছির শেখ। পরে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে ওই কিশোরীকে।

এ সময় চিৎকার করলে ছ্যানদা (একধরনের ধারালো অস্ত্র) দিয়ে ভয় দেখায় মেয়েকে। এরপরে নিয়মিত চলতে থাকে ধর্ষণ। এক পর্যায়ে কিশোরী গর্ভবতী হয়ে পরলে বাবাকে জানায় সে। নাছির ওই কিশোরীকে জানায়, ‘সমস্যা নাই, ছেলে হলে আমরা পালবানে আর মেয়ে হলে বেইচা দিবানে।

এরপর ১৫ মে ওই কিশোরীর প্রসব বেদনা উঠলে তাকে ফরিদপুরের মাতৃমঙ্গল হাসপাতালে নিয়ে আসা হয়। ওই দিনই কন্যা সন্তানের জন্ম দেন ওই কিশোরী। ওই হাসপাতালেই একজনের কাছে কন্যা শিশুকে বিক্রি করে পরদিন বাড়ি যায় কিশোরী ও তার পরিবার। এসময় এলাকাবাসী বাচ্চা নিয়ে নানা প্রশ্ন করলে জানাজানি হয় ঘটনাটি।

পরে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে। কিশোরীর বিক্রিত কন্যাকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দেয়। এরপরে ওই কিশোরীর মা বাদী হয়ে কোতয়ালি থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যেখানে আসামি করা হয় বাবা নাছির শেখকে।

এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে কিশোরী ও তার মা বাবার কথা বলেছেন এবং থানায় একটি মামলা হয়েছে। আমাদের তদন্ত চলছে, একই সাথে প্রযুক্তিগত কিছু তদন্ত হবে। ওই কিশোরী, সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান ও আসামি নাছিরের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হবে। ডিএনএ রিপোর্ট পেলে নিঃসন্দেহে বলা যাবে কে অপরাধী। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসকে

শেয়ার