প্যারিস ফ্রান্স থেকে মুহাম্মদ নূরুল ইসলাম: ইন্টারভিউ সহজ প্রস্তুতি ও ফরাসি জাতীয়তা আবেদন প্রক্রিয়ার উপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) আইসার আয়োজনে প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আইসা প্রেসিডেন্ট উবায়েদুল্লাহ কয়েসের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন তার সহোদর আবদুল্লাহ আল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সাংবাদিক ফারুক নেওয়াজ খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরাসী আইনজীবী নিকোলা, ক্যানসার বিশেষজ্ঞ ফরাসী ডাক্তার জামিলু, ফরাসি জাতীয়তা পরামর্শক ফাবিও, পরামর্শক রহিমউল্লাহ, আল আমীন, সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ মিয়া, সাংবদিক লুতফুর রহমান বাবু, সাংবাদিক ইকবাল জাফর, কবি লোকমান আহমেদ আপন, সাংবাদিক বাদল, সাংবাদিক সাবুল আহমেদ, সাংবাদিক ফেরদৌস আহমেদ আখুনজী, বিশিষ্ট ব্যবসায়ী শুভ দাস, হোসাইন আহমদ, হাসান ইব্রাহিম মিডিয়া ব্যক্তিত্ব হারুনুর রশিদ প্রমুখ।
সেমিনারে বিপুল সংখ্যক বাংলাদেশীদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির লোকেরাও উপস্থিত ছিল।
সময়ের দাবির প্রেক্ষিতে জাতীয়তা বিষয়ক এই সেমিনারের পাশাপাশি ২য় পর্বে বন্ধ হয়ে যাওয়া ডেলিভারু ও উবের আইডি খুলে দেয়ার কাজটিও সমন্বয় করেন আইসা কর্মীবৃন্দ।
বিশেষজ্ঞ ফরাসি আইনজীবী, বাংলাদেশি বংশোদ্ভূত জাতীয়তা বিষয়ক পরামর্শকদের সমন্বয়ে এই সেমিনারে জাতীয়তার এ-টু-জেট আলোচনায় উঠে আসে।
বিশেষ করে ফরাসি স্বেচ্ছাসেবী সংগঠন ইন্ডিপেন্ডেট-এর সহযোগিতায় আইসার তত্ত্বাবধানে আইডি খোলার কাজটি শত শত বাংলাদেশি প্রবাসীদের আয়রোজগারে সহযোগিতার বিষয়টি প্রশংসা অর্জন করে। সবশেষে সকলকে আপ্যায়নের মধ্য দিয়ে এই দীর্ঘ সময়ের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিএইচ