সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় বাগেরহাটে ৩৫৯ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাও করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনসূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ৩৫৯টি আশ্রয় কেন্দ্রসহ ৩ হাজার ৫ শত ৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে জরুরী কাজে অংশগ্রহণের জন্য। জরুরী ত্রাণ কার্যে ব্যবহারের জন্য রয়েছে ৫ লাক্ষ ৫০ হাজার টাকা ও ৬৪৩.৪০০ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে।
জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন জানান, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিপদ সংকেত জারি হলে তারা এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করবেন। শুকনো খাবার, ওষুধ, ঢেউটিন ও নগদ টাকা প্রস্তত রাখা হয়েছে। প্রস্তত রয়েছে স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ বাহিনী, কোস্ট গার্ড, পানি উন্নয়ন বোর্ড।
এসকে