শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় কলেজছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ১৯ মে উপজেলার গৌরিপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামে।
জানা গেছে,ওই গ্রামের দিনমজুরের মেয়ে ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীর একটি আপত্তিকর ছবি বানিয়ে একই গ্রামের ৫ যুবক কলেজ ছাত্রীর পরিবারের কাছে ১লাখ টাকা চাঁদা দাবি করে।
ওই যুবকরা হলো,একই গ্রামের কাশেম আলীর ছেলে ইসরাফিল, খোকামিয়ার ছেলে উসমান, শহিদুল্লাহর ছেলে আলমগীর, ফারুক মিয়ার ছেলে নাইম ও বৈরাগীপাড়া গ্রামের শাহজাহানের ছেলে মোশারফ।
কলেজছাত্রীর পরিবার সুত্রে জানা গেছে, উল্লিখিত যুবকরা বেশ কিছুদিন থেকে ওই কলেজছাত্রীর পিছু নেয়। পরে তারা আপত্তিকর ছবি বানিয়ে পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে দিবে বলে কলেজছাত্রীর পিতাকে হুমকি দেয়া হয়। ২০ মে এব্যাপারে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় উল্লিখিত যুবকদের আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
২৬ মে রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে জানান কলেজছাত্রীর পরিবার। কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার পর থেকে অভিযুক্তরা অভিযোগ তোলে নিতে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। ফলে কলেজ ছাত্রীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এব্যাপারে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল আলমের সাথে কথা হলে তিনি এ বিষয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এসকে