Top

অনলাইনে যৌন নির্যাতনের শিকার ৩০ কোটি শিশু

২৭ মে, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
অনলাইনে যৌন নির্যাতনের শিকার ৩০ কোটি শিশু

বিশ্বজুড়ে প্রতি বছর ৩০ কোটির বেশি শিশু অনলাইনে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। সোমবার (২৭ মে) গুরুতর সমস্যার বিষয়ে অনুমান করা প্রথম বৈশ্বিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তাতে এই ভয়াবহ চিত্র উঠেছে এসেছে। দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

ইউনিভার্সিটি অব এডিনবার্গের গবেষকরা দেখেছেন, বিগত ১২ মাসে বিশ্বের প্রতি ৮ শিশুর ১ জন যৌন ছবি বা ভিডিও সম্মতিবিহীন গ্রহণ, শেয়ার ও এক্সপোজারের শিকার হয়েছে। সংখ্যার দিক থেকে যা প্রায় ৩০ কোটি ২০ লাখ।

গবেষণাটি পরিচালনা করেছে ইউনিভার্সিটি অব এডিনবার্গের চাইল্ডলাইট গ্লোবাল চাইল্ড সেফটি ইনস্টিটিউট। প্রতিবেদনে বলা হয়, প্রাপ্তবয়স্ক ও অন্যান্য যুবকদের মাধ্যমে অবাঞ্ছিত সেক্সটিং (যৌন বিষয়ক চ্যাটিং) এবং যৌন ক্রিয়াকলাপের অনুরোধের ক্ষেত্রেও একই সংখ্যক ঘটনা ঘটেছে।

এসব অপরাধের মধ্যে তথাকথিত সেক্সটর্শন (অপরাধীরা ছবি গোপন রাখার জন্য ভুক্তভোগীদের কাছ থেকে টাকা দাবি করে) থেকে শুরু করে ডিপফেক ভিডিও ও ছবি তৈরির জন্য এআই প্রযুক্তির অপব্যবহারের মতো বিষয়গুলোও রয়েছে।

গবেষণা প্রবন্ধে বলা হয়, সমস্যাটি গোটা বিশ্বে। কিন্তু যুক্তরাষ্ট্র হচ্ছে বিশেষভাবে উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকা। সেখানে প্রতি ৯ শিশুর ১ জন কোনো না কোনো সময়ে অনলাইনে যৌন নিপীড়নের কথা স্বীকার করেছে।

চাইল্ডলাইটের প্রধান নির্বাহী পল স্ট্যানফিল্ড বলেন, শিশু নির্যাতনের বিষয়বস্তু এতটাই প্রচলিত যে, ওয়াচডগ বা পুলিশিং সংস্থাগুলোর কাছে গড়ে প্রতি সেকেন্ডে একটি অভিযোগ রিপোর্ট হচ্ছে।

তিনি বলেন, এটি বৈশ্বিক স্বাস্থ্য মহামারি, যা অনেক দিন ধরে লুকিয়ে রয়েছে। প্রতিটি দেশেই যা ঘটে এবং তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এজন্য বিশ্বব্যাপী প্রতিক্রিয়া প্রয়োজন।

শেয়ার