Top

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে চাপা পড়েছে ২০০০ জীবিত মানুষ

২৭ মে, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
পাপুয়া নিউগিনিতে ভূমিধসে চাপা পড়েছে ২০০০ জীবিত মানুষ

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে প্রায় ২০০০ জীবিত মানুষ মাটির নিচে চাপা পড়েছে। জাতিসংঘকে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। স্কাই নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সম্প্রতি পাপুয়া নিউগিনির ছয়টি প্রত্যন্ত গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। তাতে প্রায় ২০০০ মানুষ জীবিত অবস্থায় মাটির নিচে চাপা পড়েছেন। সেখানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেছে। দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র পোর্ট মোরেসবিতে জাতিসংঘের কার্যালয়কে এসব তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে ধ্বংসযজ্ঞের বিভিন্ন ফুটেজ ও ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ভূমিধসের পরপরই বড় বড় পাথর সরানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। নানা স্থানে অসংখ্য গাছ উপড়ে গেছে। সেই সঙ্গে ভেঙে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে বহু মানুষ আটকে পড়েছে।

একদিন আগেই জানা যায়, ভূমিধসে অন্তত ৬৭০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ১৫০টির বেশি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। এখনো সেখানে ছোট-বড় ভূমিধসের খবর পাওয়া যাচ্ছে। ফলে প্রতিনিয়তই ঝুঁকি বাড়ছে। স্থানীয় সময়

বৃহস্পতিবার মধ্যরাত ৩টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে। রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরের এনগা প্রদেশে ভূমিধস হয়। সেসময় গ্রামের বেশিরভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন।

এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ভূমিধসে চাপা পড়েছে অসংখ্য বাড়িঘর, কারখানা ও দোকানপাট। ফলে দেশের অর্থনীতিতে প্রবল ধাক্কা লেগেছে। কাওকালাম গ্রামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিনগা রোলে জানান, ধসের খবর পেয়েছি। আমার আত্মীয় ৪টি পারিবার ধসে চাপা পড়ে গিয়েছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

এনগা প্রদেশ সংযোগকারী হাইওয়ে বন্ধ। সেটা খোলা না পর্যন্ত ত্রাণ পৌঁছনো প্রায় অসম্ভব। রাস্তা আটকে যাওয়ায় এলাকায় পৌঁছতে পারছে না উদ্ধারকারী দল। বোঝা যাচ্ছে না কবে তা খুলবে। ফলে যারা জীবিত আছেন, তাদের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে উঠেছে।

শেয়ার