Top

ঘূর্ণিঝড় রিমাল: মৎস্য-প্রাণিসম্পদ খাতে ৭০১ কোটি ৪১ লাখ টাকার ক্ষয়ক্ষতি

২৮ মে, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় রিমাল: মৎস্য-প্রাণিসম্পদ খাতে ৭০১ কোটি ৪১ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে মোট ৭০১ কোটি ৪১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদফতর ও প্রাণিসম্পদ অধিদফতর।

মঙ্গলবার (২৮ মে) এ তথ্য জানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন অধিদফতর দুটি।

মৎস্য অধিদফতর জানায়, রিমালের প্রভাবে মৎস্যসম্পদ খাতে প্রায় ৭০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় ১৩টি জেলার প্রায় ৪১ হাজার মাছের ঘের, ২৬ হাজার ৩০০টি পুকুর এবং চার হাজার কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।

আর প্রাণিসম্পদ অধিদফতর জানায়, রিমালের প্রভাবে প্রাণিসম্পদ খাতে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপকূলীয় ৮টি জেলার প্রায় ৫০টি গবাদিপশু ও ৩০টি হাঁস-মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মারা গেছে বেশকিছু ছাগল, ভেড়া ও হাঁস-মুরগিও।

ক্ষয়ক্ষতির এ পরিমাণ মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিরূপণ করা হয়েছে বলে জানিয়েছে উভয় অধিদফতর।

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকাসহ সারা দেশে অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকাসহ ১০ জেলায় এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

এছাড়া, ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি, দেয়াল ও গাছপালা। এছাড়া বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে জোয়ারের পানি।

বিএইচ

শেয়ার