Top

‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের পরিকল্পনা নেই সরকারের’

০৬ মার্চ, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ
‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের পরিকল্পনা নেই সরকারের’

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (৫ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘এই আইনের অপব্যবহার ও দুর্ব্যবহার কীভাবে দূর করা যায় সরকার সেটি নিয়ে ভাবছে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন বা সংশোধন বিষয়ে কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন, যা আছে।’

শুক্রবার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের সামনে আইনমন্ত্রী আরও বলেন, ‘আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন তাহলে বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে। আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে।’

মন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ইউএনও মোহাম্মদ নূর-এ আলমসহ অনেকে।

২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয় ডিজিটাল নিরাপত্তা আইন।

আইনটি পাস হওয়ার আগে থেকেই অনেক লেখক, সাংবাদিক, মানবাধিকারকর্মীরা এর বিরোধিতা করে আসছিলেন।

২৫ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আইনটিতে গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পরে সারা দেশে নতুন করে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়।

২০২০ সালের ৬ মে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন লেখক মুশতাক আহমেদ। সেই থেকে তিনি কারাবন্দি ছিলেন।

শেয়ার