টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
বুধবার সকালে শহরের সার্কিট হাউজের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ, মানবাধিকার কর্মী রতন সিদ্দিকী। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসকে