এক মাস ছয় দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার সময় কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এ সময় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এরপর তিনি সরাসরি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন।
গত ২৯ তারিখ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন চান টুকু। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিন মামলায় টুকুকে সাড়ে সাত বছর সাজা দেন আদালত। এছাড়া, টুকুর বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে।
বিএইচ