Top
সর্বশেষ

শ্রীপুরে ফার্মেসীর ভেতর স্ত্রীকে জবাই, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেফতার

০৯ জুন, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
শ্রীপুরে ফার্মেসীর ভেতর স্ত্রীকে জবাই, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি :

প্রথম স্ত্রীর সাথে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঝগড়া করার সময় ভিডিও ধারণ এবং ডিলেট না করায় দ্বিতীয় স্ত্রীর সাথে স্বামী মোল্লা গোলাম কিবরিয়ার ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী তার প্রেমিককে স্বামীর সামনে ফোন করে তাকে বিয়ের করার প্রস্তাব দেয়। এসময় তাদের মাঝে ঝগড়া হলে এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে দ্বিতীয় স্ত্রী রেহেনা খানমকে বটি দিয়ে স্ত্রীকে জবাই করে।

এ ঘটনায় শনিবার (০৮ জুন) দুপুর পৌনে একটায় র‌্যাব অভিযুক্ত স্বামী মোল্লা গোলাম কিবরিয়াকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকা থেকে গ্রেফতার করে। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান রবিবার (০৯ জুন) দুপুরে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (০৭ জুন) রাত দুই টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশে মোস্তফা কামাল মার্কেটে স্বামীর ভাড়াকৃত মোল্লা ফার্মেসীতে এ ঘটনা ঘটে। রবিবার (০৯ জুন) বিকেল ৪টায় র‌্যাব গ্রেফতার আসামীকে শ্রীপুর থানায় হস্তান্তর করে।

গ্রেফতার মোল্লা গোলাম কিবরিয়া (৪১) নড়াইলের কালিয়া উপজেলার ধসহাটী গ্রামের মৃত সায়েক উদ্দিন মোল্লার ছেলে। সে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার গোলাম মোস্তফা মার্কেটের একটি ঘর ভাড়া নিয়ে মোল্লা ফার্মেসি নাম দিয়ে ব্যবসা করতো।

ভিকটিম রেহেনা খানম গোপালগঞ্জ সদর থানার চন্দ্র দিঘিলিয়া (ভূইয়া পাড়া) গ্রামের মৃত ইদ্রিস আলী ভূইয়ার মেয়ে। এ ঘটনায় ভিকটিমের ভাই হারুন অর রশিদ ভূইয়া শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে র‌্যাব ছায়া তদন্ত করে আসামি গ্রেফতারের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান জানান, শুক্রবার রাত ২ টায় স্থানীয় লোকজন মার্কেটের মোল্লা ফার্মেসীর শাটারের নিচ দিয়ে টর্চ লাইটের আলোতে ভিকটিমের মরদেহ দেখতে পায়। গত ৭/৮ মাস পূর্বে মুলাইদ এলাকার মোস্তফার বাসা ভাড়া নিয়ে রেহেনা স্বামীর সাথে বসবাস করে আসছিল। পরে ২/৩ মাস পূর্বে স্ত্রীকে গ্রামে পাঠিয়ে দিয়ে দোকান ভাড়া নিয়ে কিবরিয়া একাই দোকানে থাকতো এবং ফার্মেসি পরিচালনা করে আসছিল। হত্যার তিনদিন পূর্বে রেহেনা তার স্বামীর কাছে আসে। পরে পারিবারিক ঘটনা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে বটি দিয়ে জবাই করে হত্যা করে।

জিজ্ঞাসাবাদে আসামি মোল্লা গোলাম কিবরিয়া স্বীকার করেন রেহানা খানমকে বটি দিয়ে মাথার বাম পাশে, বাম ও ডান পাশের চোয়ালে, থুতনির বাম পাশে, গলার বাম পাশে, গলার মাঝখানে বটি দিয়ে আঘাত করে জবাই করে ফার্মেসী বন্ধ করে চট্টগ্রাম পালিয়ে যায়। গ্রেফতার আসামীর কাছ থেকে ৩টি মুঠোফোন, ৫টি সিমকার্ড, একটি চিকন স্বর্ণের চেইন, একটি স্বর্ণের কানের দুল এবং নগদ ১১ হাজার ৬’শ টাকা উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, স্ত্রীকে নিজ ফার্মেসিতে বটি দিয়ে জবাই করার মামলায় র‌্যাব আসামিকে গ্রেফতার করে। তাকে সোমবার (১০ জুন) গাজীপুর আদালতে পাঠানো হবে।

এসকে

শেয়ার