Top

ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

১২ জুন, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁয়ের সকল শ্রেণী-পেশার মানুষ।

বুধবার (১২ জুন) সকালে পৌর শহরের চৌরাস্তায় জলার রাজনৈতিক, সামাজিক, সংগঠনেরগুলোর পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

মানবন্ধে উপস্থিত বক্তারা বলেন, ১৯৪০ সালে ব্রিটিশ শাসনামলে ঠাকুরগাঁওয়ে সাড়ে ৫০০ একর জমিতে বিমানবন্দরটি নির্মাণ করা হয়। স্বাধীনতার পর ১৯৭৭ সাল পর্যন্ত ঠাকুরগাঁও-ঢাকা রুটে নিয়মিত উড়োজাহাজ চলাচল করত। কিন্তু ১৯৭৯ সালে লোকসানের অজুহাতে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।

পরে স্থানীয় মানুষের দাবির মুখে ১৯৯৪ সালে বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। সেই সময় এক কোটি টাকা ব্যয়ে রানওয়ে মেরামত, টার্মিনাল ভবন নির্মাণ, বিদ্যুতায়নের কাজসহ বিভিন্ন সংস্কারকাজ করা হয়। এয়ার বেঙ্গল, বোরাকসহ ছয়টি বেসরকারি সংস্থা ঢাকা-ঠাকুরগাঁও রুটে স্টল বিমান সার্ভিস চালু করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করে। কিন্তু ওই চুক্তি বাস্তবায়িত হয়নি। এ কারণে বিমানবন্দরটি বর্তমানে অব্যবহৃত অবস্থায় আছে।

বক্তারা আরও বলেন, বিমান বন্দরটি চালু হলে ঢাকা-ঠাকুরগাঁও যোগাযোগের উন্নতি হবে তেমনি ভুটান ও নেপালের সাথে আন্তর্জাতিক বিমানসেবা চালুর সুযোগ হবে। উত্তরের এই জেলার আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ঠাকুরগাঁওয়ের সবকটি উপজেলা সীমান্তবর্তী হওয়ায় উপজেলার প্রান্তিক মানুষ গুলোকে উন্নত চিকিৎসার জন্য যেতে হয় ঠাকুরগাঁও ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। তবে জনবল সংকট ও রোগীর ব্যাপক চাপে মান সম্মত চিকিৎসায় বেগ পেতে হয় জেলার মানুষসহ পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুর জেলার কিছু অংশের মানুষের। তাই সকল শ্রেণী পেশার মানুষের দাবি ঠাকুরগায়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল চাই। যা মানুষের স্বাস্থ্যের খোরাক পূরণ করবে।

এসময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, তেল গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ঠাকুরগাঁওয়ের সদস্যসচিব মাহবুব হোসেন, দৈনিক করতোয়ার প্রতিনিধি মনসুর আলী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভির হাসান, দৈনিক বণিক বার্তার ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সামাদ, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহম্মেদ , ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল এহ্সান প্রমুখ।

এসকে

শেয়ার