Top

দর বৃদ্ধির শীর্ষে লিন্ডে বিডি

২০ জুন, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে লিন্ডে বিডি
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৯৯ বারে ১ লাখ ৯ হাজার ৪৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৪৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১ বারে ১ লাখ ১৯ হাজার ৪৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৫৮ বারে ৯১ হাজার ৩৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৮.৭৩ শতাংশ, জেমিনি সী ফুডের ৮.৫৭ শতাংশ, এপেক্স ফুডসের ৮.২৫ শতাংশ, মনোস্পুল পেপারের ৭.৯৮ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.৫০ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৭.৫ শতাংশ এবং রেনাটা পিএলসির ৭.৪৮ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার