Top
সর্বশেষ

আইএমএফের তৃতীয় কিস্তি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা

২৩ জুন, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ
আইএমএফের তৃতীয় কিস্তি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা

তিন বছরের মাথায় ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ ২৪ বিলিয়নের ঘরে নেমেছে, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে আরো কম, ১৩.২৮ বিলিয়ন ডলার। রিজার্ভের এমন পরিস্থিতিতে আইএমএফের ৪.৭০ বিলিয়ন ঋণের তৃতীয় কিস্তির ১.১৫ বিলিয়ন ডলার পাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।

জুনে রিজার্ভ সংরক্ষণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১৪.৮০ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমান রিজার্ভ লক্ষ্যমাত্রার চেয়ে ১.৫২ বিলিয়ন কম।

এই লক্ষ্য পূরণ না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি বন্ধ করে ডলার কেনাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আগামী ২৪ জুন আইএমএফের বোর্ড সভায় ঋণসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভ ২৪.৭৮ বিলিয়ন ডলার। বিপিএম ৬ হিসাবে ১৯.৫২ বিলয়ন।

সেখান থেকে চলতি দায় বাবদ ৫.২৪ বিলিয়ন বাদ দিলে ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়ায় ১৩.২৮ বিলিয়ন ডলার, যা আইএমএফের বেঁধে দেওয়া লক্ষ্য ১৪.৮০ বিলিয়ন থেকে প্রায় ১.৫২ বিলিয়ন ডলার কম।

রিজার্ভ ব্যবস্থাপনায় জড়িত বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী ২৪ জুন আইএমএফের বোর্ড সভায় তৃতীয় কিস্তির বিষয় উঠবে। রিজার্ভের লক্ষ্য পূরণ করতে না পারলে এবারের কিস্তি ছাড় না-ও হতে পারে। গত ৬ জুন পর্যন্ত রিজার্ভের তথ্য আইএমএফকে সরবরাহ করা হয়েছে।

তাদের লক্ষ্যের তুলনায় প্রায় দুই বিলিয়ন ঘাটতি ছিল। এর মধ্যে বিদেশ থেকে ঋণ এসেছে। বিশ্বব্যাংকের ৫০০ মিলিয়নসহ আরো ৯০০ মিলিয়ন ঋণ শিগগির আসবে। তাহলে ঘাটতি কমে যাবে। চলতি জুনে মাত্র ৪০ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে।

কারেন্সি সোয়াপের (ডলারের মাধ্যমে টাকা অদলবদল) মাধ্যমে ব্যাংক থেকে ডলার কেনায় আইএমএফের আপত্তি থাকায় বাজার থেকে সরাসরি ডলার কেনা চলমান। নতুন করে ঋণের ৯০০ মিলিয়ন যোগ হলে রিজার্ভ ১৪ বিলিয়ন পার হতে পারে। তবু ঘাটতি পূরণ হবে না বলে ধারণা। তবে যেকোনো মূল্যে তৃতীয় কিস্তি পেতে রিজার্ভ বাড়াতে বদ্ধপরিকর কেন্দ্রীয় ব্যাংক।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণের শর্ত হিসেবে চলতি জুনে রিজার্ভের লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করা হয়েছে ১৪.৮০ বিলিয়ন ডলার, যা পূরণে ঘাটতি দেড় বিলিয়নের বেশি। সর্বশেষ ২২ জুন রিজার্ভের হালনাগাদ তথ্য পাঠাবে বাংলাদেশ ব্যাংক। আর লক্ষ্যপূরণ না হলেও ঋণের তৃতীয় কিস্তি বাবদ ১.১৫ বিলিয়ন ডলার ২৪ জুন বোর্ডের অনুমোদন পাওয়া নিয়ে ঝামেলা হতে পারে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, রিজার্ভের নতুন লক্ষ্যমাত্রা ১৪.৮০ বিলিয়ন হলেও তা পূরণ করা কঠিন। কারণ দেশের রিজার্ভে বৈদেশিক মুদ্রা যেসব উৎস থেকে আসে ও ব্যয় হয়, সেখানে ভারসাম্য নেই। ফলে রিজার্ভ ধরে রাখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে ঋণের তৃতীয় কিস্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা যায় না। তবে আইএমএফের অন্যান্য শর্ত পূরণে অগ্রগতি থাকায় ঋণে ইতিবাচক মনোভাব দেখাতে পারে বোর্ড।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে রিজার্ভের লক্ষ্যমাত্রা ১৪.৮৯ বিলিয়ন ডলার এবং ডিসেম্বর শেষে ১৫.৩০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের মার্চ শেষে ১৬.৬১ বিলিয়ন ডলার এবং একই বছর জুনে তা ১৯.৪৪ বিলিয়ন ডলার। অথচ ২০২৩ সালের ডিসেম্বরে ব্যয়যোগ্য রিজার্ভের লক্ষ্য ছিল ২৬.৮১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালের আগস্ট মাসে মোট রিজার্ভের রেকর্ড ছিল ৪৮.০৬ বিলয়ন ডলার, যা কমতে কমতে মাত্র ৩৪ মাসে এসে নেমেছে ২৪ বিলিয়নের ঘরে। আর ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে সাড়ে ১৩ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আইএমএফের বাধা সত্ত্বেও রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরে ৯.৮৪ বিলিয়ন ডলার বিক্রি করেছে, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ১৩.৩৮ বিলিয়ন। ২০২১-২২ অর্থবছরে ছিল ৭.৭৪ বিলিয়ন ডলার। এই তিন অর্থবছরে রিজার্ভ থেকে ৩০.৮৬ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে।

জানা গেছে, আইএমএফের ৪.৭০ বিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তির ৪৭৬.২৭ মিলিয়ন ডলার এসেছে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। দ্বিতীয় কিস্তি হিসেবে প্রায় ৬৮১ মিলিয়ন ডলার আসে গত বছরের ডিসেম্বরে। তৃতীয় কিস্তি ছাড়ের বিষয়টি বোর্ডে উঠতে যাচ্ছে আগামী ২৪ জুন।

এএন

শেয়ার