Top

চট্টগ্রামে পুরুষের তুলনায় নারী সংখ্যায় বেশি

২৮ জুন, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
চট্টগ্রামে পুরুষের তুলনায় নারী সংখ্যায় বেশি
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে জনসংখ্যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। অর্থাৎ পুরুষের চেয়ে ২৮ হাজার ৮১৩ জন নারী বেশি। কিন্তু ভোটার তালিকায় দেখা যায় উল্টো চিত্র। পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক কম। তবে ১৫ বছর আগে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ছিল।

বৃহস্পতিবার (২৭ জুন) চট্টগ্রামের ২০২২ সালের তৈরি করা জনশুমারি ও গৃহগণনার প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২২ সালে চট্টগ্রামের জনসংখ্যা ৯১ লাখ ৬৯ হাজার ৪৬৫ জন। এরমধ্যে পুরুষের সংখ্যা ৪৫ লাখ ৭০ হাজার ১১৩ জন। নারীর সংখ্যা ৪৫ লাখ ৯৮ হাজার ৯২৬ জন। ২০১১ সালে চট্টগ্রামে মোট জনসংখ্যা ছিল ৭৬ লাখ ১৬ হাজার জন। ১০ বছরে জনসংখ্যা বেড়েছে ১৫ লাখ ৫৩ হাজার।

জনসংখ্যার অনুপাতে চট্টগ্রামে পুরুষের চেয়ে নারীর সংখ্যা ২৮ হাজার ৮১৩ জন। প্রতি ১শ জন নারীর অনুপাতে পুরুষের সংখ্যা ৯৯ দশমিক ৩৭ শতাংশ।

নির্বাচন কমিশনের হিসাবে ২০০৮ সালে চট্টগ্রামে ভোটার সংখ্যা ছিল ৪৩ লাখ ৮৯ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২১ লাখ ৮৭ হাজার ১৩৭ জন। নারী ভোটার ২২ লাখ এক হাজার ৯৩৪ জন। অর্থাৎ পুরুষের চেয়ে নারী ভোটার ১৪ হাজার ৭৯৭ জন বেশি। ২০০৮ সালের পর থেকে ভোটার তালিকায় নারীর অবস্থান আর ধরে রাখতে পারেনি। পর্যায়ক্রমে নারীর সংখ্যা কমতে থাকে।

সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় চট্টগ্রামের ১৬ আসনে ভোটার সংখ্যা ছিল ৬৩ লাখ ৩৪ হাজার ৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৩ লাখ ৭ হাজার ৬৯২ জন ও নারী ভোটার ৩০ লাখ ২৬ হাজার ৩০৫ জন। অর্থাৎ নারীর চেয়ে পুরুষ ভোটার দুই লাখ ৮১ হাজার ৩৮৭ জন বেশি।

২০০৮ থেকে ২০২৩ সাল, ১৫ বছরের ব্যবধানে চট্টগ্রামের ভোটার সংখ্যা বেড়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৯৬১ জন। এরমধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১১ লাখ ২০ হাজার ৫৫৫ জন। আর নারী ভোটার বেড়েছে ৮ লাখ ২৪ হাজার ৩৭১ জন।

নির্বাচন বিশ্লেষক ও নারীনেত্রীদের দাবি, ধর্মীয় অনুশাসন ও পর্দার কারণে নারীদের গৃহবন্দী করে রাখতে চায়। পুরুষশাসিত সমাজব্যবস্থায় নারীরা বিভিন্ন কারণেই রাজনৈতিক ও ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। তাই ভোটার তালিকা প্রণয়নেও নারীদের অনেকটা অনীহা দেখা যায়।

অন্যদিকে, চট্টগ্রামে সাক্ষরতা হার ৮১.০৬ শতাংশ, এর মধ্যে নারী ৭৯.২৬ শতাংশ এবং পুরুষ ৮২.৮৮ শতাংশ। জেলায় ১৫-২৪ বছর বয়সী জনসংখ্যা প্রায় ৩০.৩৮ শতাংশ তরুণ-তরুণী পড়ালেখা, কাজ বা কোনো ট্রেনিং কার্যক্রমে যুক্ত নেই। এর মধ্যে নারীর সংখ্যা ৪৬.৬২ শতাংশ, পুরুষ সংখ্যা ১২.১৬ শতাংশ।

চট্টগ্রামে কমছে কৃষি নির্ভর পেশার পরিমাণ। জেলায় কৃষি ক্ষেত্রে কাজ করা জনসংখ্যার পরিমাণ ১৭.৪৬ শতাংশ। এর বিপরীতে শিল্প খাতে ২৮.৭৪ শতাংশ এবং সেবা খাতে ৫৩.৮০ শতাংশ জনসংখ্যা জড়িত রয়েছে। ১৫ বছরের ঊর্ধ্বে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৭৭.০৭ শতাংশ। এর মধ্যে নারী ৬৮.৫০ শতাংশ। পুরুষ ৮৫.৯৮ শতাংশ।

ইন্টারনেট ব্যবহার করেন ৫০. ৮২ শতাংশ। এর মধ্যে নারী ৪২.৪৩ শতাংশ এবং ৫৯.৫৪ শতাংশ।

জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, চট্টগ্রামে অবিবাহিত পুরুষের সংখ্যা নারীদের তুলনায় বেশি। দেশে বর্তমানে অবিবাহিত পুরুষের সংখ্যা মোট জনসংখ্যার ৪২ দশমিক ৪৩ শতাংশ। অন্যদিকে অবিবাহিত নারী ২৬ দশমিক ৫২ শতাংশ। বিবাহিত নারী ৬৩ দশমিক ৫৪ শতাংশ ও বিবাহিত পুরুষ ৫৬ দশমিক ৫৭ শতাংশ।

এসকে

শেয়ার