Top

লালমনিরহাটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

০২ জুলাই, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ
লালমনিরহাটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামে মোস্তফিজুর রহমান সবুজ নামে এক ঠিকাদার ছাত্রলীগ নেতা রিপন ভুঁইয়ার বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সবুজ বলেন, আমি গত ১২ জুন গেন্দুকুড়ি এলাকায় মিন্টু মিয়া নামে এক ব্যক্তির কাছে দলিল মুলে ৪৭ শতক জমি ক্রয় করেছি। উক্ত জমি ক্রয় করতে ব্যর্থ হয়ে আমার জ্যাঠাতো ভাই লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়া ও তার ভাই কাওছার মামুন ভুঁইয়াসহ তাদের লোকজন গত ১৪ জুন আমার ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা করেন।

সবুজ বলেন, ঘটনার ১১ দিন পর রিপন উল্টো আমার ও আমার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলার পর আমার দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তিনি থানায় মামলা দিলেও আজও পুলিশ সেই মামলা নথিভুক্ত করেনি বলে জানান সবুজ।

এ বিষয়ে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

রিপন ভুঁইয়ার বড়ভাই কাওছার মামুন ভুঁইয়া বলেন, মোস্তাফিজুর রহমান সবুজ যে জমি ক্রয় করেছেন সেই জমিতে না গিয়ে আমাদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করছেন। আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সত্য নয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিষয়ে থানায় দুই পক্ষেই পাল্টা-পাল্টি অভিযোগ হয়েছে। তাদের অভিযোগটি নথিভুক্ত না করার বিষয়টি সত্য নয়।

এএন

শেয়ার