Top
সর্বশেষ

কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে মিললো আড়াই লাখ ডিম

০৩ জুলাই, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে মিললো আড়াই লাখ ডিম

বরিশাল নগরীতে একটি কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে মিললো আড়াই লাখ ডিম। এ ঘটনায় ছয় পাইকারি বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেইসঙ্গে কোল্ডস্টোরেজটির লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে নগরীর নিউ হাটখোলা এলাকার এ আর খান কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নিউ হাটখোলা এলাকার এ আর খান কোল্ডস্টোরেজে অভিযান চালানো হয়। এসময় সেখানে আড়াই লাখ হাঁস ও মুরগির ডিম মজুত পাওয়া যায়। পরে কোল্ডস্টোরেজে ডিম মজুতকারী পাইকারি বিক্রেতাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা এলে পাঁচ হাজার করে তাদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আরও বলেন, কোল্ডস্টোরেজটিতে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরের অন্তত ৩০ জন ব্যবসায়ী ডিম রেখেছেন। তাদের হাঁসের ডিম সাতদিন ও মুরগির ডিম তিনদিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

এম পি

শেয়ার