Top
সর্বশেষ

মোংলায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম

০৬ জুলাই, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
মোংলায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :

মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতার জেরে মো. ফারুক শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ফারুক শিকদারের মেয়ে মাফুজা খাতুন বাদী হয়ে মোংলা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

শুক্রবার (৫ জুলাই) রাতে উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ চিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফারুক শিকদার কে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রুগীর অবস্থা অবনতির দিক গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

শনিবার (৬ জুলাই) মোংলা থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিন চিলা গ্রামের মো. সৈয়দ আলী শেখের ছেলে শুকুর শেখ (৪৫), মো. বেল্লাল মোল্লার ছেলে মো. আলকাজ মোল্লা (৫০) ও মো. রনির স্ত্রী রত্না বেগম (৩০) এর সাথে ফারুক শিকদার এর জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও তাদের বিরুদ্ধে বিভিন্ন হুমকি-ধমকি ও মারধরের অভিযোগে থানায় অভিযোগ করেন ফারুক শিকদারের মেয়ে মাফুজা খাতুন।

এরই জের ধরে, গত শুক্রবার (৫ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৯টার দিক মো. ফারুক শিকদার (৬০) তার মৎস্য ঘের থেকে বাড়ির সামনে আসলে মো. আলকাজ মোল্লা এর নেতৃত্বে ওৎ পেতে থাকা অবস্থায় ধারালো ছুরি, লোহার রড ও লাঠি নিয়ে অন্য বিবাদীরা তার গতি রোধ করে তাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আলকাজ মোল্লার নির্দেশে তার সঙ্গীরা ফারুক শিকদারকে এলোপাতাড়ি চড়, কিল, ঘুষি মেরে মারাত্মক জখম করে।

এ সময় শুকুর শেখের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে ফারুক শিকদারের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে এবং চোখ নষ্ট করে দেওয়ার জন্য তার হাতে থাকা ছুরি দিয়ে ডান চোখের নিচে ও ভ্রুর উপর কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। পরে তারা ফারুক শিককদারের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তার আত্ম-চিৎকারে পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ফারুক শিকদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এদিকে শনিবার গ্রামে গিয়ে থমথমে অবস্থা দেখা গেছে। তবে কথা বলা মতো প্রতিবেশীদের কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন নম্বর না পাওয়ায় তাৎক্ষণিকভাবে কারও মন্তব্য নেওয়া যায়নি।

জানতে চাইলে শনিবার (৬ জুলাই) দুপুরে মোংলা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটা মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে ২জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এসকে

শেয়ার