ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরার খাকচকে ট্রেনে কাটা পড়ে মোট ৫ জন নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের আউটারের পলাশতলী ইউনিয়নের আশরাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে ৫টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তবে ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘তুর্ণা নিশিতা’ এক্সপ্রেসে কাটা পড়ে এই ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক ও নরসিংদী রেল পুলিশ ফাঁরির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রগ্রাম মেইল ট্রেনের ছাদে ১২-২০ বয়সী পাঁচ জন অবস্থান করছিল। তারা ট্রেনের ছাদে হাঁটতে হাঁটতে একদম সামনে চলে আসে। কোনো কারণে সেখান থেকে তারা পরে যায়। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত হচ্ছে এবং মৃত পাঁচ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এম পি