Top

বেরোবিতে ভিসির বাড়িতে আগুন দিলো শিক্ষার্থীরা

১৬ জুলাই, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
বেরোবিতে ভিসির বাড়িতে আগুন দিলো শিক্ষার্থীরা
রংপুর ব্যুরো :

চলমান আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ভিসির বাড়িত আগুন দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে ভিসির বাড়িতে পাহারারত পুলিশের গাড়িতে আগুন লাগায় আন্দোলনরত ছাত্ররা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ৬ টার দিকে এই আগুন লাগিয়ে দেন শিক্ষার্থীরা। ভেতরে আটকা পরেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোহাম্ম আলী।

তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে ভিসি স্যারের বাড়ির সাথে পাহারারত পুলিশের গাড়িতে আগুন লাগায়। এ সময় পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে বিক্ষোভরত শিক্ষার্থীরা ভিসি স্যারের বাড়ির ভেতরে ছোট ছোট ঘরে আগুন লাগিয়ে দেন। ভিসি স্যার এখনও বাড়ির ভেতরে অবস্থান করছেন। ফায়ার সার্ভিস ফোন দেয়া হয়েছে। এখনও ফায়ার সার্ভিসের গাড়ি আসে নাই। ভেতরের অবস্থা খুবই খারাপ। সবাই দোয়া করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা সাংবাদিকের কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এখনও ক্যাম্পাসের ভেতরে আটকা আছে কয়েকজন সাংবাদিক।

এসকে

শেয়ার