সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৪৭ বারে ১০ হাজার ৯২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৯১ বারে ৬৬ লাখ ১৮ হাজার ৪০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। ফান্ডটি ৪২৯ বারে ৮ লাখ ৫০৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –মিডল্যান্ড ব্যাংকের ৮.৫২ শতাংশ, বিডিকম অনলাইনের ৮.১৭ শতাংশ, ই-জেনারেশনের ৬.৯৯ শতাংশ, ফার্মা এইডসের ৬.৬৩ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৬.৫৬ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৫.৮৬ শতাংশ এবং এনআরবি ব্যাংক লিমিটেডের ৫.৭৮ শতাংশ দর বেড়েছে।
এসকেএস