সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১৫৮ বারে ৩২ হাজার ২৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। ফান্ডটি ১ হাজার ৩ বারে ২০ লাখ ৯৭ হাজার ৫৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৭০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ওয়ান ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ২০৬ বারে ১৯ লাখ ১০ হাজার ৩৭১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –খান ব্রাদার্সের ৯.৬৩ শতাংশ, এনআরবি ব্যাংকের ৮.৯০ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৮.৩৫ শতাংশ, লিনডে বাংলাদেশের ৭.৪৫ শতাংশ, এসকে ট্রিমসের ৭.৪৪ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৭.২৪ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৪.৯৭ শতাংশ দর বেড়েছে।
এসকেএস