কোটা আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশব্যাপী অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এর মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা থেকে ও ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৪ জনকে।
আজ (সোমবার) সকালে এ তথ্য জানিয়েছে র্যাব। আরও জানানো হয়েছে, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকায় ৮৩ জন ও ঢাকার বাইরে ২৫১ জনসহ সারা দেশে মোট ৩৩৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এম পি