রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া-কাজলা এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা চানখাঁরপুল থেকে শনিরআখড়ার দিকে কোনো যানবাহন যেতে দিচ্ছে না। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) দুপুর ১টার পর থেকে শনিআখড়া-কাজলা এলাকায় আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
পুলিশ বলছে, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালানো হচ্ছে। শিক্ষার্থীদের বোঝানো হয়েছে তারা যেন সড়ক অবরোধ ছেড়ে দেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সড়ক অবরোধ করে রেখেছে। কোনো যানবাহন চলতে দিচ্ছে না তারা। তাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে রাজধানীর সায়েন্সল্যাব, প্রগতি সরণি ও শান্তিনগর মোড়সহ বিভিন্ন এলাকায় অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
এম পি