Top
সর্বশেষ

জয়পুরহাটে পুলিশের গুলিতে বিক্ষোভকারী নিহত

০৪ আগস্ট, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
জয়পুরহাটে পুলিশের গুলিতে বিক্ষোভকারী নিহত
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও পুলিশের ব্যাপক সংঘষ হয়েছে। সংঘর্ষে ইট পাটকেল ও পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছে অন্তত শতাধিক। নিহত বিক্ষোভকারীর নাম মেহেদী হাসান ওরফে বিশাল। সে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান আজ বেলা ১১টার দিকে কোটা সংস্কার ও আন্দোলনকারীরা মিছিল বের করলে আওয়ামী লীগ নেতা কর্মীরা বাঁধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে এসময় সংসদ সদস্য এড. সামছুল আলম দুদুসহ কয়েকজন আওয়ামী নেতা আহত হয়। পরে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

পরে বিক্ষোভকারীরা রেলগেইট এলাকায় বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মারতে থাকলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল মারতে থাকে। এসময় কয়েকজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ মেহেদী হাসানকে বগুড়া হাসপাতালে নেয়ার পথে মারা যায়। কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সল নাহিদ পবিত্র নিহতের বিষয় নিশ্চিত করেছেন।

এদিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রায় ৬৭ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসকে

শেয়ার