কারফিউ চলাকালীন সময়ে বরিশালে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।
রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বরগুনার আমুয়া থেকে বাসটি বরিশালে আসে। সেখান থেকে বাসটি যাত্রী নামিয়ে ডিপোতে যাচ্ছিল। পথে আমতলা এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার রেজাউল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা গেলেও আন্দোলনকারীরা আগুন নেভাতে দেয়নি। সেখানে কোনো পুলিশ সদস্য না থাকায় পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়নি। এতে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে কারফিউ শুরুর আগে থেকেই শহরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় দোকানপাট ও শপিংমল। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই বাইরে বের হতে দেখা যাচ্ছে না।
সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অনান্য সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এম জি