Top
সর্বশেষ

বাগেরহাটে দিনভর ট্রাফিকের দায়িত্ব পালন শিক্ষার্থীদের

০৭ আগস্ট, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ
বাগেরহাটে দিনভর ট্রাফিকের দায়িত্ব পালন শিক্ষার্থীদের
বাগেরহাট প্রতিনিধি :

হাতে বাঁশি, লাঠি আবার কেউ হাতের ইশারায় করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের করেছে । কোথাও আবার ঝাড়ু ও পলিথিন ব্যাগ হাতে করছেন রাস্তা পরিষ্কারের কাজ। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা গেছে।

শহরের দাশনী, বাস স্ট্যান্ড, ট্রাফিক মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, সাধনার মোড়, এল জিডি মোড়, রাহাতের মেড়, মিঠা পুকুর পাড় এলাকায় বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থী ও আনসার সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। এসময় যানবাহন চালকদের শৃঙ্খলার সাথে চলাচলের অনুরোধ করতে দেখা যায় শিক্ষার্থীদের। সঠিক লেনে গাড়ি চালাতেও বলা হয় তাদের। সাধারণ শিক্ষার্থীদের সাথে চরমোনাই পীরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি পথচারী ও যানবাহন চালকরা।

হেমায়েত নামের এক অটোরিকশা চালক বলেন, আমরা খুবই খুশি। সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে। এতে আরো বেশি ভালো লাগছে। তারা নতুন উদ্যোগে, নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক।

আদালত প্রাঙ্গনে ট্রাফিকের দায়িত্ব পালন করা বাগেরহাট সরকারি পিসি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র আবির বলেন, কয়েকদিন ধরে পুলিশ কোন দায়িত্ব পালণ করছে না। যার ফলে সকে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা স্ব উদ্যোগে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। সাধারণ পথচারী ও যানবাহন চালকরাও নিয়ম মেনে পথ চলছেন।

দশানী ট্রাফিক মোড় এলাতায় দায়িত্ব পালনকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র আবু তাহের বলেন, সড়কে যাতে কোন বিশৃঙ্খলা না হয় সে লক্ষে আমরা দায়িত্ব পালন করছি।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে চরমোনাই পীরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য বাকি বিল্লাহ বলেন, পুলিশের অনুপস্থিতিতে সারাদেশেই আমাদের সংগঠনের পক্ষ থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করা হচ্ছে। আমাদের সদস্যরা স্বতস্ফূর্তভাবে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবে বলে জানান ছাত্র আন্দোলনের এই সদস্য।

শেয়ার