Top

বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর

১৪ আগস্ট, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের স্থগিত মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। এ পরীক্ষা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে মৌখিক পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত সময়সূচি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য পিএসসি এর আগে যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত এ সময়সূচি অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে পিএসসির প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ মৌখিক পরীক্ষা চলবে। প্রতিদিন ১২০ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৮ জুলাই ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা প্রথম দফায় স্থগিত করে পিএসসি। এরপর ২৯ জুলাই আবারও এ বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সেসময় ৫ আগস্ট পর্যন্ত সব মৌখিক পরীক্ষা স্থগিত এবং পরবর্তীতে নতুন সময়সূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

বিএইচ

শেয়ার