শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। স্থানীয় সময় শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, তাইওয়ানের পূর্ব উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
গত এপ্রিলে দ্বীপটিতে আঘাত হানার পর এটি দ্বিতীয় বড় ভূমিকম্প। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরতায় কম্পনটির উৎপত্তিস্থল। পূর্ব হুয়ালিয়েন ছিল এর কেন্দ্রস্থল।
প্রসঙ্গত, ৩ এপ্রিল স্থানীয় সময় সকাল ৮টার দিকে স্বায়ত্তশাসিত অঞ্চলটির পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এ ভূমিকম্পে বিপর্যস্ত হয় তাইওয়ান। এরপর আরও কয়েক ডজন বার তাইওয়ানের ভূমি কেঁপে (আফটারশক) ওঠে।
এটি ছিল দ্বীপ অঞ্চলটির ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এর ফলে তাইওয়ান ছাড়াও জাপান ও ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পের ফলে অঞ্চলটির সড়ক, ঘর-বাড়ি ধসে পড়ে। হতাহত হন কয়েক ডজন।
এম পি