Top

বাংলাদেশে বন্যার প্রতিবাদে খুবিতে ভারতবিরোধী মিছিল

২৩ আগস্ট, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ
বাংলাদেশে বন্যার প্রতিবাদে খুবিতে ভারতবিরোধী মিছিল
খুলনা প্রতিনিধি :

ভারত সরকার ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে বাংলাদেশের বেশকিছু অঞ্চলে। এরই প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ আগস্ট) রাত ১১টায় ৪০ মিনিটে তারা বিক্ষোভ শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুবির হাদী চত্বরে এসে শেষ করেন। পরে তারা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’, ‘রাজপথে পানি, হিংসা মানি না মানব না’দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; ভারতীয় আধিপত্যবাদ ভেঙে দাও গুড়িয়ে দাও;সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। স্মরণকালের ভয়াবহ এ বন্যার জন্য তারা ভারতকে দায়ী করছেন।

তারা বলেন, ভারতের এমন আত্মঘাতী কার্যক্রমের ফলে ব্যাপক প্রাণহানি, ফসল ও সম্পদের নষ্ট হচ্ছে, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
ভারতের গোলাম হাসিনা সরকারের সঙ্গে লড়াই করে আমরা শিক্ষার্থীরা ‘দ্বিতীয় স্বাধীনতা’ এনেছি। এটি সহ্য করতে না পেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোদি সরকার বাঁধ খুলে দিয়ে আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করার পাঁয়তারা করছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, ছাত্র জনতা ছেড়ে দেবে না। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আন্তর্জাতিক নদীর পানি বণ্টনের ন্যায্য হিস্যা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ছাত্রসমাজ আপনাদের সাথে আছে। দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাশ শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদিকে সাথে নিয়ে যে গভীর ষড়যন্ত্র করছে, তা প্রতিহত করতে হবে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক জহুরুল তানভীর, সাজ্জাদুল ইসলাম আজাদ,নজরুল ইসলাম ও আয়মান আহাদ প্রমুখ।

সমন্বয়ক আয়মান আহাদ বলেন, এখন দেশে যে বন্যার সৃষ্টি হয়েছে, তা পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, সেই রক্তের দাগ এখনও শুকায়নি। যদি তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে বাংলার মাটিতে আরেকটি বাঁধ নির্মাণ করতে হয়, আমরা ছাত্রসমাজ শ্রম দিতে প্রস্তুত আছি।

 

এসকেএস

শেয়ার