Top

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন সিটি ব্যাংকের

২৪ আগস্ট, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন সিটি ব্যাংকের
পুঁজিবাজার ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি  ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৭৮ কোটি ৬৫ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ দর ছিল ২৪ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৩৮ কোটি ০৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৩ টাকা ৪০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ১১৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪০৯ টাকা ৮০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ব্র্যাক ব্যাংকের ৮৭ কোটি ০৭ লাখ টাকা, গ্রামীণফোনের ৮৫ কোটি ০৩ লাখ টাকা, প্রগতি লাইফের ৮১ কোটি ৪০ লাখ টাকা, স্যোশাল ইসলামী ব্যাংকের ৫৪ কোটি ০৪ লাখ টাকা, ফাস্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ডের ৫২ কোটি ৪৪ লাখ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৪৫ কোটি ৮৪ লাখ টাকা এবং ইউসিবি ব্যাংকের ৩১ কোটি ৫৮ লাখ টাকা লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার