ব্যাংকের চাকরিতে আগ্রহ বাড়ছে নারীদের। ফলে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নারীদের অংশগ্রহণও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের জুন পর্যন্ত ব্যাংক খাতে নারী কর্মী বেড়েছে ১ হাজার ২২ জন। বর্তমানে ব্যাংক খাতে মোট জনবলের প্রায় সাড়ে ১৬ শতাংশই নারী। দেশীয় ব্যাংকগুলোর তুলনায় বিদেশি ব্যাংকে নারী কর্মীর হার বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, সব ব্যাংকে এখন ছয় মাস মাতৃত্বকালীন ছুটি কার্যকর হয়েছে। আবার এই ছুটির কারণে কাউকে পদোন্নতিবঞ্চিত না করারও নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। ফলে ব্যাংকে নারী কর্মীর সংখ্যা দিন দিন বাড়ছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে মোট কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৯৬৬ জন। গত ডিসেম্বরে যা ছিল। ২ লাখ ৩ হাজার ৬৯৬ জন। মোট কর্মী বেড়েছে ৪ হাজার ২৭০ জন। এর মধ্যে চলতি বছরের জুন পর্যন্ত নারী কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩৬৮ জনে। গত ডিসেম্বরে ছিল ৩৩ হাজার ৩৪৬ জন। নারী কর্মী বেড়েছে ১ হাজার ২২ জন। যা মোট জনবলের ১৬ দশমিক ৫৩ শতাংশ।
এক বছর আগে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট কর্মী ছিল ১ লাখ ৯৬ হাজার ১০২। এর মধ্যে নারী কর্মী ছিলেন ৩১ হাজার ৯৩৯ জন। অর্থাৎ ওই বছর শেষে ব্যাংক খাতের মোট কর্মীর ১৬ দশমিক ২৯ শতাংশ ছিল নারী। তার আগের বছর নারী কর্মীর হার ছিল আরও কম, ১৬ দশমিক ০৩ শতাংশ।
বর্তমানে বিদেশী খাতের ব্যাংকে নারী কর্মীদের অংশগ্রহনের হার সবচেয়ে বেশি। তবে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি নারী কাজ করছে বেসরকারি খাতের ব্যাংকেই।
প্রতিবেদনে দেখা যায়, জুন পর্যন্ত বেসরকারি খাতের ব্যাংকগুলোতে নারী কর্মীর সংখ্যা ছিল ২৩ হাজার ১৬২ জন। গত বছরের ডিসেম্বর পর্যন্ত এই সখ্যা ছিল ২২ হাজার ২৪৮ জন। সে হিসেবে বেড়েছে ৯১৪ জনে। তবে পুরুষের অনুপাতে বেসরকারি খাতে নারীদের অংশগ্রহের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ।
এছাড়াও বিদেশী খাতের ব্যাংকে মাত্র ১০০৭ জন নারী কাজ করলেও পুরষের অনুপাতে এই হার সর্বোচ্চ ২৭ দশমিক ৭৩ শতাংশ। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে ১৬ দশমিক ৭৬ শতাংশ এবং বিশেষায়িত ব্যাংকগুলোতে ১৪ দশমিক ৮৩ শতাংশ নারী কাজ করছেন।
ব্যাংক খাতে এখনো নেতৃত্ব পর্যায়ে নারীদের অংশগ্রহন সবচেয়ে কম। তবে প্রারম্ভিক বা সূচনা পর্যায়ে অংশগ্রহণের হার সর্বোচ্চ।
প্রতিবেদনে দেখা যায়, গত ডিসেম্বর পর্যন্ত প্রারম্ভিক পর্যায়ে কর্মরত নারীদের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫২ শতাংশ। মধ্যবর্তী পর্যায়ে নারী কর্মী রয়েছেন ১৬ দশমিক ৯৪ শতাংশ। উচ্চ পর্যায়ে এই হার মাত্র ৮ দশমিক ৬১ শতাংশ। এছাড়া ব্যাংকের বোর্ডে নারীদের অংশগ্রহণ ১৭ দশমিক ৪৪ শতাংশ।
এম জি