Top

রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

০৩ সেপ্টেম্বর, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ
রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানের বারমেরে নামক জায়গায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনীর কয়েকটি ইউনিট।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি আগুনে পুড়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানির কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে পারছেন না।

এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, ফাইটার জেটটি উড্ডয়নের পর এতে যান্ত্রিক ত্রটি দেখা দেয়। বাধ্য হয়ে যুদ্ধবিমান থেকে প্যারাসুটের সাহায্যে বের হয়ে যান পাইলট। দুর্ঘটনার বিস্তারিত জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।

এম পি

শেয়ার