Top

দর বৃদ্ধির শীর্ষে লিন্ডে বিডি

০৫ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে লিন্ডে বিডি
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৭০ বারে ১৯ লাখ ৫৭ হাজার ৩৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এনআরবি ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১৮ হাজার ৮২ বারে ৬ লাখ ৫০ হাজার ৮৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০২ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রিলায়েন্স ওয়ার দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। ফান্ডটি ৩১৪ বারে ৫ লাখ ৭৫ হাজার ৬৭৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৫.৪১ শতাংশ, রূপালী ব্যাংকের ৪.৬০ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৪.৩৬ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৩.৯৬ শতাংশ, নর্দান ইন্স্যুরেন্সের ৩.৮৯ শতাংশ, ফার কেমিক্যালের ৩.৩৮ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৩.৩০ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার