Top

খেলাপি ঋণের শীর্ষে রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংক

০৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ
খেলাপি ঋণের শীর্ষে রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংক
জাহাঙ্গীর আলম আনসারী :

উচ্চ খেলাপি ঋণে ধুকছে দেশের ব্যাংক খাত। চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে রেকর্ড ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। আর বিশাল অংকের এই খেলাপি ঋণের প্রায় অর্ধেক ১ লাখ ২ হাজার ৪৮৩ কোটি ৬১ লাখ টাকা রাষ্ট্রায়ত্ত্ব ৬ ব্যাংক তথা অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেপেলপমেন্ট ব্যাংক, জনতা ব্যাংক, ব্যাসিক ব্যাংক, রূপালী ব্যাংক ও সোনালী ব্যাংকের দখলে। এর মধ্যে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে জনতা ব্যাংক। জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ হাজার কোটি টাকা। যেটা ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের প্রায় এক চতুর্থাংশ। এই উচ্চ খেলাপি ঋণের ভারে এখন রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংকটি খুড়িয়ে খুড়িয়ে চলছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, খেলাপি ঋণ এখন দেশের ব্যাংক খাতকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। খেলাপি ঋণ ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক নানা নীতিমালা করলেও এটা থামছে না। এখানে বড় সমস্যা হল সুশাসন ও জবাবদিহীতা নাই। কোনো প্রকার নিয়ম-নীতি ছাড়াই কিছু গোষ্ঠীকে ঋণ দিয়ে এখন অনেকগুলো ব্যাংক চরম বিপদে পড়েছে। বেনামে যেসব লোন গেছে সেগুলো এখন আর ফেরত আসছে না। যার কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে। তাই ঋণ বিতরণে অনিয়ম বন্ধ না হলে খেলাপি ঋণ কমবে না।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংকের বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯১ হাজার ৩৪৫ কোটি ৫৭ লাখ টাকা। বিতরণকৃত ঋণের মধ্যে অর্ধেকের বেশি খেলাপিতে পরিণত হয়েছে। জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ হাজার কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৫২ দশমিক ৫৫ শতাংশ।

প্রতিবেদন বলছে, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণে দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক পিএলসি। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ হাজার ৭০৯ কোটি ৯৬ লাখ টাকা। বিতরণকৃত ঋণের মধ্যে ২১ হাজার ৩২৪ কোটি টাকা বা ৩০ দশমিক ৫৯ শতাংশই খেলাপি ঋণে পরিণত হয়েছে।

তারপর, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণে তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক পিএলসি। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯১ হাজার ১২৭ কোটি ৭৮ লাখ টাকা। বিতরণকৃত এই ঋণের মধ্যে ১৩ হাজার ৪৯৫ কোটি টাকা বা ১৪ দশমিক ৮১ শতাংশই খেলাপি ঋণে পরিণত হয়েছে।

এছাড়া, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণে চতুর্থ অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক পিএলসি। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৬৫ কোটি ২৬ লাখ টাকা। বিতরণকৃত এই ঋণের মধ্যে ১০ হাজার ৪৬৩ কোটি টাকা বা ২৩ দশমিক শূন্য ১ শতাংশ খেলাপি ঋণে পরিণত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণে পঞ্চম অবস্থানে রয়েছে ব্যাসিক ব্যাংক লিমিটেড। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৮০৯ কোটি ৫৬ লাখ টাকা। বিতরণকৃত এই ঋণের মধ্যে ৮ হাজার ২৫৬ কোটি টাকা বা ৬৪ দশমিক ৪৫ শতাংশই খেলাপি ঋণে পরিণত হয়েছে।

তারপর, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণে ষষ্ট অবস্থানে রয়েছে বাংলাদেশ ডেপেলটমেন্ট ব্যাংক। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৩০ কোটি টাকা। বিতরণকৃত এই ঋণের মধ্যে ৯৪৩ কোটি টাকা বা ৪২ দশমিক ৩০ শতাংশই খেলাপি ঋণে পরিণত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩৯ কোটি টাকা। বিতরণকৃত এই ঋণের মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ২০ হাজার ৯২৯ কোটি টাকা বা ৪৮ দশমিক ৯৭ শতাংশ।

তারপর, বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবি ব্যাংক পিএলসি। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৫০ কোটি টাকা। বিতরণকৃত এই ঋণের মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ৯ হাজার ৭৯৫ কোটি টাকা বা ৩০ দশমিক ৯৫ শতাংশ।

এছাড়া, পদ্মা ব্যাংকের বিতরণকৃত ঋণের ৮৫ দশমিক ৭৩ শতাংশ, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বিতরণকৃত ঋণের ৯৬ দশমিক শূন্য ৮ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে।

এ বিষয়ে কথা বলতে জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর জব্বারের নম্বরে ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

এদিকে চলতি বছরের জুন মাস শেষে ব্যাংক খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৩ হাজার ৩৯৬ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। যা বিতরণকৃত ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ। গত মার্চ শেষে ঋণ স্থিতি ছিল ১৬ লাখ ৪০ হাজার ৮৫৫ কোটি টাকা। তখন খেলাপি ছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা। সে হিসেবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২৯ হাজার ৯৬ কোটি টাকা। যেখানে ঋণ বিতরণ বেড়েছে ৪২ হাজার ৫৪১ কোটি টাকা।

বিএইচ

শেয়ার