মোংলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে ও খাদ্যের মান নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করেছে মোংলা উপজেলা প্রশাসন, নৌবাহিনী। এসময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ মোংলা বাজারের কাঁচা তরকারি, মুদি, মাছ-মাংসের দোকানে মনিটরিং করা হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম’র সাথে বাংলাদেশ নৌবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদের পণ্যের বিক্রি তালিকা দেখেন এবং ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। সাথে বাজারের মাংস, মুদি ও কাচাঁ বাজার ব্যবসায়ীদের মুল্য তালিকা ও পরিষ্কার পরিচ্ছিন্নতা না থাকায় মাংস বাজার, কাচাঁ বাজার ও ফুটপাতে ব্যবসায়ীদের ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম।
একই সাথে বাজার এলাকার ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন তারা। পাশাপাশি সকল ব্যাবসাযীদের তাদের বিক্রি পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা টানিয়ে রাখার আহ্বান জানান।
দেশে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত এমন অভিযান কর্মসূচি চলবে বলে জানান উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
এম পি