ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাতের আধারে এক শিক্ষকের উপর দুবৃর্ত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে উপজেলার হাজীপুর শহিদ স্মরণিকা উচ্চ বিদ্যাপিঠের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নিজ বিদ্যালয় মাঠে প্রিয় শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ সেলিম রাজা, শিক্ষিকা প্রনতী রানী দাস, সাবেক শিক্ষার্থী লোকমান চৌধুরী, মনির হোসেন সহ আরও অনেকে। এসময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সহস্রাধিক শিক্ষার্থী সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সরকার (রফিক স্যার) এর উপর সন্ত্রাসী বাবুল, মেহেদী, মাহ্বুব, সোহেল, জুয়েল, সজিব, তপন, সুমন গংদের পরিকল্পিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন। নতুবা আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন। বর্তমানে আহত শিক্ষক মো. রফিকুল ইসলাম ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন। তিনি ওই স্কুলের সহকারী শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম রেজা বলেন, অন্তত সাদাসিধা ও সহজ-সরল শিক্ষক রফিক স্যার। রাতের আধাঁরে আমার বিদ্যালয়ের ওই শিক্ষকের উপর সন্ত্রাসীদের হামলার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এদিকে ঢাকায় চিকিৎসাধীন থাকায় আহত শিক্ষক ও পরিবারের কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
এম পি