পাবনা-রাজশাহী মহাসড়কে ব্যাটারীচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সাতমাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরদীর সাহাপুরের মৃত জলিল প্রামাণিকের ছেলে শিমুল প্রামানিক (৩২), দাপুনিয়া ইউনিয়নের ইসলাম গাঁতি ভাটাপারা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর হোসেন (৩০)।
আহতরা হলেন- ইসলাম গাঁতি গ্রামের মৃত এলাই হোসেনের ছেলে হামিদুল (২৫), সুবহান প্রামানিকের ছেলে মোহাম্মদ রেজাউল (৩০), সাহাপুরের আব্দুর রবের ছেলে শরিফুল ইসলাম (২৮) আনার হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩০), মিজানুরের ছেলে হারেছ (৩২), রবিউল ইসলাম (৩৫), আব্দুল (৩৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার পর পাবনার বাস টার্মিনাল থেকে ঈশ্বরদী অভিমুখে ছেড়ে যাওয়া ছাব্বির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারীচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশার এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এসে আহতদের উদ্ধার করে পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল থেকে নিয়ে সদর থানায় রাখা হয়েছে। পরিবারকে হস্তান্তর করা হবে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। অপরজন পাবনা জেনারেল হাসপাতালে মারা গেছেন। এঘটনায় আরও ৭ জনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম জি