Top

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ
বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে শনিবার বিকেল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ আছে। আর প্রায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সতর্কতার সঙ্গে চলাচল করছে ফেরি।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঘাটে গিয়ে দেখা যায়, রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়ক অনেকটাই ফাঁকা। মাঝেমধ্যে যাত্রীবাহী দুএকটি যানবাহন চলাচল করলেও যাত্রী তেমন নেই। লঞ্চ বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের পন্টুনে বসে চালক, সারেং, ইনচার্জ ও কর্মচারীরা বসে অলস সময় পার করছেন। পন্টুনে বাঁধা চার থেকে পাঁচটি লঞ্চ। এর বাইরে পদ্মা নদীর পাড় ঘেঁষে রাখা হয়েছে আরও কয়েকটি লঞ্চ।

পন্টুনে বসে থাকা এমভি দৌলত লঞ্চের মাস্টার শফিক উদ্দিন বলেন, আবহাওয়া খারাপ থাকায় সরকারি নির্দেশনা মেনে গতকাল বিকাল ৪টার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ আছে। ঘাটে লঞ্চ রেখে বৈরী আবহাওয়ায় কোথাও যেতে পারছেন না। তাই পন্টুনে বসেই সময় পার করছেন। কোনো যাত্রী এলে নদী পাড়ি দিতে ফেরিতে ওঠার পরামর্শ দিচ্ছেন।

পন্টুনের দায়িত্বে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সারেং হেকমত আলী বলেন, গত শুক্রবার রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ছিল। পরদিন শনিবার সকাল সাড়ে সাতটার দিকে লঞ্চ চালু হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সব কটি লঞ্চ চালু ছিল না। পরে সকাল ১০টার দিকে পাটুরিয়া থেকে লঞ্চে নদী পাড়ি দিয়ে দৌলতদিয়ায় আসেন। এর কিছুক্ষণ পর থেকে এই রুটে সব লঞ্চ বন্ধ রাখা হয়।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক সালাহ উদ্দিন বলেন, ঝড়ের কারণে শনিবার ভোর চারটার পর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর থেকে সতর্কতার সঙ্গে ফেরি চলছে। দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বর—এই তিন ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে।

এম জি

 

শেয়ার