Top

উৎপাদনে ফিরল কর্ণফুলী পেপার মিলস

১৯ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ
উৎপাদনে ফিরল কর্ণফুলী পেপার মিলস
চট্টগ্রাম প্রতিনিধি :

প্রায় এক মাস পর উৎপাদনে ফিরলো কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে উৎপাদন শুরু হয়েছে। এক মাস আগে কাঁচামাল সংকট ও কারিগরি ত্রুটির কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

উৎপাদন শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে কেপিএমের মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম জানান, বুধবার সকাল থেকে কেপিএমে উৎপাদন শুরু করার উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বুধবার রাত থেকে উৎপাদন শুরু হয়েছে।

জানা যায়, চালুর প্রথম ধাপেই ৮ মেট্রিক টন কাগজ উৎপাদন করেছে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এসব কাগজ উৎপাদন করে প্রতিষ্ঠানটি।

এদিকে কর্ণফুলী পেপার মিলসের উৎপাদন চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে মিলের শ্রমিক-কর্মচারীদের মধ্যে।

কেপিএমের সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক জানান, পেপার মিলসের উৎপাদন শুরু হওয়ায় আমরা অনেক আনন্দিত। উৎপাদন কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছেন তারা।

এম জি

শেয়ার