Top
সর্বশেষ

তিন মাসে কোটি টাকার হিসাব বেড়েছে ২৮৯৪

২৫ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ
তিন মাসে কোটি টাকার হিসাব বেড়েছে ২৮৯৪
অর্থনৈতিক প্রতিবেদক :

দেশের মধ্যে চলা উচ্চ মূল্যস্ফীতি। গত অর্থবছরে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশে দাঁড়ানোর পর চলতি বছরের জুলাইয়ে ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৬৬ শতাংশ হয়। মূল্যস্ফীতির লাগাম টানতে নানা পদক্ষেপ নিচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।

এসবের মাঝেও কিছু মানুষের আয় বেড়েছে। এতে বাড়ছে কোটিপতি আমানতকারীর সংখ্যা। দেশের ব্যাংকগুলোয় তিন মাসে কোটি টাকার বেশি জমা রাখা হিসাবের সংখ্যা বেড়েছে ২ হাজার ৮৯৪টি। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন বলছে, চলতি বছর জুন প্রান্তিক শেষে ব্যাংকে এক কোটি টাকার বেশি টাকা রয়েছে এমন অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ লাখ ১৯ হাজারটি। গত মার্চ প্রান্তিক শেষে হিসাবধারীর সংখ্যা ছিল ১ লাখ ১৬ হাজারটি। সে হিসাবে তিন মাসে এক কোটি টাকার বেশি আমানতের হিসাব (অ্যাকাউন্ট) বেড়েছে ২ হাজার ৮৯৪টি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিলেন মাত্র ৫ জন। ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়। ১৯৮০ সালে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়ে হয় ৯৮টি। এরপর বাড়তে থাকে কোটিপতি আমানতকারী। ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২ হাজার ৫৯৪ জন, ২০০১ সালে ৫ হাজার ১৬২টি, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭টি এবং ২০০৮ সালে ছিল ১৯ হাজার ১৬৩টি।

২০২০ সালের ডিসেম্বর শেষে কোটিপতি আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ৯৩ হাজার ৮৯০টি। এরপর ২০২১ সালের ডিসেম্বর বেড়ে তা দাঁড়ায় ১ লাখ ১৯৭৬ টিতে এবং ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সেই হিসাবের সংখ্যা ছিল এক লাখ ৯ হাজার ৯৪৬টি। আর সবশেষ মার্চ প্রান্তিকের চেয়ে জুন শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজারটি।

বিএইচ

শেয়ার