Top

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরাইলের

২৮ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরাইলের

ইসরায়েলি বাহিনী শুক্রবার রাতভর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টারে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।  এই হামলায় হাসান নাসরুল্লাহ অক্ষত রয়েছেন কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।  জল্পনা তৈরি হয়, নাসরুল্লাহর ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে।

তবে, হামলার পরপর বার্তা সংস্থা রয়টার্সকে হিজবুল্লাহ সমর্থিত সূত্র জানায়, তাদের শীর্ষ নেতা বেঁচে আছেন।অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে তারা। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৭ মিনিটে সামাজিকমাধ্যমে হিজবুল্লাহ প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইসরাইল।

আইডিএফের এক্স পোস্টের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে আইডিএফ লিখেছে, ‘হাসান নাসরুল্লাহ সন্ত্রাসী হামলা করে আর বিশ্বকে আতঙ্কিত করতে পারবেন না’।

হাসান নাসরুল্লাহ গত ৩২ বছর ধরে ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর নেতা। তিনি বৈরুতে শুক্রবারে ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিলেন বলে জানা গেছে। তবে ইসরাইলি সেনাবাহিনীর সর্বশেষ ঘোষণার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। কিন্তু গোষ্ঠীটির শীর্ষব্যক্তি নাসরুল্লাহকে হত্যা করা ইসরাইলের জন্য বিরাট সাফল্য হিসেবে ভাবা হচ্ছে।

এনজে

শেয়ার