Top

দর পতনের শীর্ষে কাট্টালী টেক্সটাইল

২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে কাট্টালী টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কাট্টালী টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮০৬ বারে ৪০ লাখ ২০ হাজার ৭১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বিডি থাই এ্যালুমিনিয়ামের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭১২ বারে ১৭ লাখ ১৬ হাজার ৭১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৮১ বারে ১০ লাখ ৯৪ হাজার ২৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ভিএফএস থ্রেডের ৯.৮২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯.৭৮ শতাংশ, প্যাাসিফিক ডেনিমসের ৯.৭৮ শতাংশ, ফরচুনের ৯.৭২ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৬৮ শতাংশ, এডভেন্ট ফার্মার ৯.৫৪ শতাংশ এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের দর ৯.৪৭ শতাংশ কমেছে।

 

এসকেএস

শেয়ার