হামাস-ইসরায়েল চলমান যুদ্ধের মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলে। গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে নতুন করে ইসরায়েলি বোমা হামলায় ১০৫ জন নিহত হয়েছেন।
প্রথমবারের মতো রোববার রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানকার দক্ষিণাঞ্চলীয় কোলা এলাকায় এই হামলা হয়। খবর আল জাজিরা, রয়টার্সের
এ বিষয়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরায়েলি হামলায় ১০৫ জন নিহত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে দেশটিতে আহত হয়েছেন ৬ হাজারের বেশি নাগরিক। ১০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। ঘর ছাড়া মানুষেরা যাইতুনে উপকূল এলাকায় খোলা আকাশ ও রাস্তায় আশ্রয় নিয়েছেন।
রোববারও লেবাননের আকাশে ইসরায়েলের ড্রোন উড়েছে। রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন করে বোমা বর্ষণ শুরু হয়েছে। বেশিরভাগ আক্রমণ এই দক্ষিণাঞ্চলে শুরু করেছে ইসরায়েল। দেশটিতে গত সোমবার সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এদিন হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ এই হামলায় কমপক্ষে ৩৫ শিশুসহ ৪৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। দক্ষিণ লেবাননে বসবাসকারীরা পালিয়ে আশেপাশের একটি সেতুর নিচে আশ্রয় নেন
লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জামাদিসহ সৈন্যের সংখ্যা বাড়িয়ে চলেছে ইসরায়েল। এতে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের শঙ্কা বেড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র লেবাননে সংঘাতের জন্য কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশটি এই অঞ্চলে তার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার ব্যবস্থা নিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘এটা হতেই হবে।’ তবে এ বিষয় নিয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বলে জানান।
এনজে