Top

ঢাকা ডেন্টাল ও ময়মনসিংহ মেডিকেলে নতুন উপাধ্যক্ষ

৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ
ঢাকা ডেন্টাল ও ময়মনসিংহ মেডিকেলে নতুন উপাধ্যক্ষ
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা ডেন্টাল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) নতুন উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

রাজধানীর শহীদ সোহ্ওয়ার্দী মেডিকেল কলেজের অর্থোডোনটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ওয়াজেদ আলীকে ঢাকা ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ এবং ময়মনসিংহ মেডিকেলের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. জিম্মা হোসেনকে একই মেডিকেলের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিএইচ

শেয়ার