Top

থাইল্যান্ডে স্কুলবাসে অগ্নিকাণ্ড, দগ্ধ ২৫ জনের মৃত্যুর শঙ্কা

০১ অক্টোবর, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ
থাইল্যান্ডে স্কুলবাসে অগ্নিকাণ্ড, দগ্ধ ২৫ জনের মৃত্যুর শঙ্কা

থাইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি স্কুলবাস। শঙ্কা করা হচ্ছে, এ ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২২ শিশুসহ ২৫ জন। খবর একাধিক সংবাদমাধ্যমের।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানী ব্যাংককের উপকণ্ঠে এ ঘটনা ঘটে। বাসটিতে ৪৪ শিক্ষক-শিক্ষার্থী ছিলেন। তারা উথাই থানি প্রদেশ থেকে আয়ুথায়া এবং ননথাবুরি প্রদেশে একটি ফিল্ড ট্রিপে যাচ্ছিলেন। পথে বাসটি আগুন লেগে পুড়ে যায়। দেশটির পরিবহনমন্ত্রী সুরিয়া জুয়াংরুংরুংকিত সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা যায়, ১৬ জন শিশু ও ৩ শিক্ষক বাস থেকে বেরিয়ে আসতে পারলেও বাকিরা আটকা পড়ে যান ভেতরে। তাদের মধ্যে কেউই আর বেঁচে নেই বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ।

পরিবহন মন্ত্রণালয়ের ধারণা, বিপজ্জনক কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজির কারণেই ঘটেছে এ অগ্নিকাণ্ড। যাত্রীবাহী পরিবহনে এই গ্যাসের ব্যবহার নিষিদ্ধের দাবিও উঠছে।

এম জি

শেয়ার